মেহজাবীন চৌধুরী

জন্ম: ১৯ এপ্রিল ১৯৯১, চট্টগ্রাম, বাংলাদেশ
জাতীয়তা:বাংলাদেশী
নাগরিকত্ব: বাংলাদেশ
মাতৃশিক্ষায়তন: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়
পেশা: অভিনেত্রী
কর্মজীবন: ২০০৯ – বর্তমান

মেহজাবিন চৌধুরী বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে কাজ শুরু করেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।
তার পৈতৃক নিবাস চট্টগ্রামে। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন। ও লেভেলে পড়াশুনা করার সময় তিনি লাক্স-চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হন।

২০২১ সালের ঈদুর আজহায় মেহজাবীন চৌধুরী অভিনীত নাটক ‘ঘটনা সত্য’ নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। রুবেল হাসান নির্মিত এ নাটকে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ডদের বাবা-মায়ের ‘পাপ কর্মের ফল’ বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় মেহজাবীন চৌধুরীসহ সিএমভির পুরো টিম দুঃখ প্রকাশ করে।

পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার
লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯

নাটক
তুমি থাকো সিন্ধুপারে
অপেক্ষার ফটোগ্রাফি (২০১৩)
ওধরা
চেনা হয়ে যায় অচেনা
আনলিমেটেড হাসো
মনের মত মন
তুলা রাশির ছেলে (২০১৩)
অবশেষে অন্য কিছু
তুমি রবীন্দ্রনাথের অমিত নও
গরু যখন গুরু
চক্র
টিয়ার শেষ পর্ব
মেট্রো পলিটন বিভ্রম
তবুও অপেক্ষায়
কট বিহাইন্ড
একটি পূর্ব পরিকল্পিত বিবাহ
জামাই ধরা
দরজা খোলা ছিল
ভুল ঠিকানায় যাত্রা
আমি কার
একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প (২০১৪)
ব্রেক আপ ব্রেক ডাউন
শূন্যতার বৃত্তে
একটি অসমাপ্ত ভালবাসা
মেঘলা
বউ বদল
কমন ডায়ালগ
রিটার্ন
ফিল্ম মানিয়া
ব্লাক কফি
ভন্দ জামাই
স্বপ্নিল
দ্যা ক্লথ
ক্রেডিট কার্ড
ব্লাক রোজ
আজ ১০ই আগস্ট
ফ্রেন্ডশিপ লাভ সামথিং মোর
মনের মত মন
ভালবাসায় বাধা
প্রেম (২০১৫)
ফটো ফ্রেম
ব্লাইন্ড ডেট
বিহবল দিশেহারা
নীল রৌদ্রের ঘ্রাণ (২০১৬) [৬]
বড় ছেলে (২০১৭)
ব্যাচ ২৭
ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল (২০১৭)
হাই হিল (২০১৭)
তোমার জন্য মন (২০১৭)
অনামিকার নীল উপাধ্যায়
যাতনা কাহারে বলে
ভালবাসি আজো
বাইকম্যান
বেকার (২০১৭)
এপিটাপ (২০১৭
বেস্ট ফ্রেন্ড (২০১৮)
পরিচয়
সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না
খেয়ালী আমি হেয়ালী তুমি
তুমি যদি বল
তোর ভাবী
দোসর
অনিকেত সন্ধ্যা
ঘুরে দাড়ানোর গল্প
নীরবতা
সুর সতিন
ফেরার পথ নেই
নিঃশব্দে সুর
নীল আবরণ
জলসাঘর
অমিত্রাক্ষর
কেন
নির্বাসন
চেনা অচেনা
মরীচিকা
ক্যান্ডি ক্রাশ
সুর বিবাগী
দ্বিতীয় যাত্রার আগে
বুকের বা পাশে
বেয়াইনসাব (২০১৯)
বেটার হাল্ফ (২০১৯)
মন বদল(২০১৯)
তুমি আমারই (২০১৯)
ব্ল্যাক ডায়মন্ড (২০১৯)
চাপাবাজ (২০২০)
ইরিনা (২০১৯)
ভাইরাল গার্ল (২০২০)
আলো (২০২১)
প্লাস ফোর পয়েন্ট ফাইভ (২০২১)

ধারাবাহিক নাটক
ধান্দা
ইউনিভার্সিটি
অ্যাবনরমাল

বিজ্ঞাপন
বাংলালিংক
লাক্স
এলিট গোল্ড মেহেদী
রানী গুঁড়া মসলা
ওমেরা এলপিজি

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment