আজ সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন নায়ক রাজ রাজ্জাক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইউনাইটেড হাসপাতাল জানিয়েছে, আজ বিকেল ৫টা ১৫ মিনিটে হার্ট অ্যাটাক হওয়ার পরে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হয়।
বাংলাদেশ এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই নায়ক ১৯৪২ সালে ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি শতাধিকে চলচ্চিত্রে অভিনয় করেন এবং কয়েকটি চলচ্চিত্রের পরিচালনা করেন। ১৯৬৬ সালে পাগলা রাজা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। ২০১৫ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কার প্রদান করেন।
তার তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি, সম্রাট এবং এক মেয়ে ময়না। তার স্ত্রী খাইরুননেসা লক্ষি।