আগামী বছর থেকেই বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা

convocation
সমাবর্তন

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছেন, আগামী বছর থেকেই বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা চালু করতে। এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আব্দুল মান্নান।

এটি কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রতি বছর শিক্ষার্থীদের ছুটতে হয় দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এতে অপচয় হয় সময় ও অর্থের। আর এর সাথে হয়রানির স্বীকার হতে হয় শিক্ষার্থীদের। অনেকেই ভর্তি পরীক্ষা দিতে গিয়ে পড়ে আবাসন সমস্যার। আর যে সময়ে একজন শিক্ষার্থীর প্রতিটি সেকেন্ডের মূল্য একেকটি মাসের চেয়ে বেশি, ঠিক সে সময়ে শুধুমাত্র, যাত্রাপথেই ব্যয় হয় প্রচুর সময়। অনেক দরিদ্র্য শিক্ষার্থী শুধুমাত্র অর্থের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে না। আবার অনেক সময়ে দেখা গিয়েছে একই সময়ে দুটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উচ্চ শিক্ষা লাভের শুরুর যাত্রাপথেই এ সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল সমন্বিত ভর্তি পরীক্ষা এর।

তবে এ সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে মত ছিল প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর। আর এর নেপথ্যে রয়েছে ভর্তি ফরম বাণিজ্য।

ইতোমধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সম্মানিত উপাচার্যগণ এই পদ্ধতিতে পরীক্ষা নিতে তাদের সম্মতি প্রদান করেছেন।

top wedding photographerin bangladesh

Leave a Comment