ফারাক্কা খুলে দেয়ায় বাংলাদেশে পদ্মায় পানি বাড়ছে

বাংলাদেশের “বন্ধুপ্রতিম” দেশ ভারত, তাদের ফারাক্কা বাধ খুলে দিয়েছে। আর এতেই বৃদ্ধি পেয়েছে পদ্মা নদীর পানি। এ মুহুর্তে মানি বীপদ সীমা ছুই ছুই করছে। তবে পানির এ ধারা বাড়তে থাকলে তা আগামি ৩৬ ঘন্টার মাঝেই বীপদ সীমা অতিক্রম করে রাজশাহী শহরে পানি ঢুকে পরবে, এমনটাই আশঙ্কা পানি উন্নয়ন বোর্ড এর। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রতি এক ঘন্টায় এক সেন্টিমিটার করে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তবে রাজশাহী শহর রক্ষা বাধ ভেঙ্গে জাবার মত পরিস্থিতি এখনও তৈরি হয় নি, বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মা নদীর প্রধান শাখা গড়াই নদেও পানি বাড়ছে। ইতিমধ্যেই পাবনা অঞ্চল পর্যন্ত নীচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।

Padma River
পদ্মা নদী

তবে সাধারণ মানুষ বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। অনেকেই এলাকা ছেড়ে দূরে কোথাও আশ্রয় নিয়েছেন। সঙ্গে নিয়েছেন গবাদী পশু ও প্রয়োজনীয় দ্রব্যাদি।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment