শিশু যত্নকে ছবিতে তুলে ধরা- একটি আলোকচিত্র প্রদর্শনী

শিশু যত্নকে ছবিতে তুলে ধরা- একটি আলোকচিত্র প্রদর্শনী
ছবিঃ যুবাইর বিন ইকবাল

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস ঢাকার দৃক গ্যালারিতে তিন দিনের (১৮-২০ মে ২০২৫) একটি আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছে।
প্রদর্শনীতে বাংলাদেশে শিশু যত্নের বিভিন্ন মডেল, কর্মজীবী অভিভাবক ও তাদের পরিবার যারা শিশু যত্ন পরিষেবার সুবিধা ভোগ করছেন এবং শিশু যত্নে নিয়োজিত কর্মীদের যাত্রা এবং অভিজ্ঞতার চিত্র তুলে ধরা হবে।
কর্মক্ষেত্রে নারীদের পদচারণা বাড়ার সাথে সাথে, বাংলাদেশে প্রতিটি আর্থ-সামাজিক ক্ষেত্রে শিশু যত্নের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। পরিচর্যা অর্থনীতি বা কেয়ার ইকোনোমিতে অনেক কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে ন্যায্য মজুরি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত হলে, বিশেষ করে নারীদের জন্য অসংখ্য শোভন কাজের সুযোগ তৈরি হতে পারে। এর জন্য প্রথমে শিশু যত্নকে একটি মর্যাদাপূর্ণ এবং বিশেষায়িত পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
শিশু যত্ন পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, বাংলাদেশে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় ধরনের শিশু যত্ন মডেলের আবির্ভাব ঘটছে। বাংলাদেশে শিশু যত্ন মডেলগুলো কেন্দ্র ভিত্তিক বা গৃহ ভিত্তিক। গৃহ ভিত্তিক মডেলগুলোর মধ্যে রয়েছে গৃহকর্মী, অনানুষ্ঠানিক পরিচর্যাকারী বা আয়া যারা তাদের নিজের ঘরে বা শিশুর ঘরে গিয়ে শিশুর পরিচর্যা প্রদান করেন। অন্যদিকে কেন্দ্র ভিত্তিক শিশু-পরিচর্যা পরিষেবাগুলির মধ্যে রয়েছে সরকার পরিচালিত, লাভজনক ব্যক্তিমালিকানাধীন, নিয়োগকারী সহায়িত, এনজিও পরিচালিত ও এলাকা ভিত্তিক দিবা যত্ন কেন্দ্রগুলো।

DSC03413

সরকার কর্তৃক পরিচালিত কেন্দ্রের সংখ্যা বর্তমানে ৬৩ টি, যা মূলত অলাভজনক এবং সরকারি অর্থায়নে পরিচালিত। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুসারে নিয়োগকরী সহায়িত দিবা যত্ন কেন্দ্রগুলো সাধারণত এমন কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায় যেখানে ৪০ বা তার বেশি সংখ্যক নারী নিয়োজিত আছেন। এনজিও পরিচালিত কেন্দ্রগুলোও অলাভজনক, যা শিশুদের খাওয়ানো, প্রারম্ভিক শিক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন কমিউনিটি কার্যক্রমের মতো সেবা প্রদান করে, যার মধ্যে সাক্ষরতা কার্যক্রমও রয়েছে। এলাকা ভিত্তিক কেন্দ্রগুলো সাধারণত নারীবহুল শিল্প যেমন তৈরি পোষাক কারখানার কাছে পরিচালিত হয় যা ছোট শিশুদের জন্য সীমিত পরিষেবা প্রদান করে।
এই প্রদর্শনিটি উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মিসেস মমতাজ আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মিসেস কেয়া খান, শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং বিলসের নির্বাহী পরিচালক জনাব সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়া উন্নয়ন ও সামাজিক সংস্থা, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ও ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন (এনসিসিডব্লিউই) এর জ্যেষ্ঠ প্রতিনিধিগণ অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন।

এই প্রদর্শনীর আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র তৈরি করেছেন বাংলাদেশ এর স্বনামধন্য আলোকচিত্রী ও ফিল্মমেকার মোহাম্মদ রাকিবুল হাসান।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment