বাজারে কনডম সঙ্কট

f
ক্যারেক্স বিএইচডি ডিউরেক্স কনডম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে এখন বিশ্বের প্রায় অধিকাংশ দেশে লকডাউন জারি আছে। লকডাউনে জন্মনিরোধক উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিশ্বের বৃহত্তম জন্মনিরোধক প্রস্তুতকারী সংস্থা ক্যারেক্স বিএইচডি। বিশ্বের বৃহত্তম কনডম প্রস্তুতকারী সংস্থা ক্যারেক্স বিএইচডির তিনটি কারখানা মালয়েশিয়ায় অবস্থিত। মালায়শিয়া এক লকডাউনে। তাই বাজারে আসছেনা না নতুন কনডম। ইতিমধ্যেই বিশ্বে দশ কোটি কনডমের সংকট তৈরি হয়েছে। ক্যারেক্স বিএইচডির প্রধান নির্বাহী গোহ মিয়াহ কিয়াত বলেন সংকট কয়েক মাসব্যাপী স্থায়ী হবে।’

ক্যারেক্স বিএইচডি জাতিসংঘ সহ বেশ কিছি আই এন জি ওতে বিনামূল্যে কনডম সরবরাহ করে থাকে। এ সকল প্রকল্পও হুমকির মুখে।

বিশেষজ্ঞদের মতে এতে বৃদ্ধি পেতে পারে যৌনবাহিত রোগ। এছাড়াও বাড়বে জনসংখ্যা।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment