Didier MIGNON

ডিডিয়ের মিগনন (Didier MIGNON) একজন ফরাসী (Français) আলোকচিত্রী। যিনি তার ক্যামেরা নিয়ে ছুটে চলছেন বিশ্বের নানা প্রান্তে বিগত ৩০ টি বছর ধরে। বিরামহীনভাবে ছুটে চলা এই আলোকচিত্রী তুলে এনেছেন অসাধারণ সব ছবি। তবে তার অধিকাংশ ছবি সাদা-কালো। অসাধারণ আলোর ব্যবহার লক্ষ্য করা যায় তার এ সকল হৃদয় ছুয়ে যাওয়া সব ছবিতে। অর্জন করেছেন প্রচুর পুরষ্কার। প্রকাশিত হয়েছে তার সব ছবি নামকরা বিভিন্ন ম্যাগাজিন ও সংবাদপত্রে। সেই ছোটবেলা থেকে তার ক্যামেরা নিয়ে ছুটোছুটি শুরু হয়।

Top Photographer
ডিডিয়ের মিগনন (Didier MIGNON)

এই অসাধারণ আলোকচিত্রীর কয়েকটি ছবি এখানে দেয়া হল।

black and white street photo

street photography

street photo

black and white portrait

Portrait Photography

portrait photographer

dance

car

Related posts

Leave a Comment