ডিজিটাল ওয়েভ ও বাংলাদেশ – গুগল বিজনেস গ্রুপ

১৮ মার্চ রবিবার গুগল বিজনেস গ্রুপ এর ডিজিটাল ওয়েভ ও বাংলাদেশ শিরোনামে একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে। অধিবেশনে মাইন্ড শেয়ার, ডোজি ইন্টারনেট, বুমেরাং ডিজিটাল, মেঘ ডট এনালিটক্স, টেন মিনিট স্কুল, শপ আপ, ই কমার্স এসোসিয়েশন বাংলাদেশ (ই-ক্যাব) এর বক্তাদের সাথে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন গুগল বিজনেস গ্রুপ এর সার্টিফাইড ওয়েব ট্রেনারগণ। প্রশিক্ষণ কর্মসুচিতে অনলাইন লার্নিং কম্বিনিং এনালিটক্স, ডিসপ্লে নেটওয়ার্ক, বাংলাদেশ এর পরিপ্রেক্ষিতে বানিজ্যক বিশ্লেষণ, গ্রাহকদের কাছে ডিজিটাল পদ্ধতিতে পণ্য পৌঁছানসহ ব্যবসায় আরও বেশি পরিমাণে অনলাইন শপ এর অংশগ্রহণ, ই কমার্স ইন্টারপ্রেনারশীপ, ব্যবসায় আরও ডিজিটাল পদ্ধতিতে ফান্ডীং করার ব্যাপারে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ কর্মসুচিতে অংশগ্রহণকারী ১২০ জন শিক্ষার্থীদের বিশেষভাবে ডিজিটাল ইন্টারপ্রেনারশীপ হিসাবে আরও বেশি গুগল-প্রজুক্তিসমূহ ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করা হয়।

গুগল বিজনেস গ্রুপ প্রগতিশীল পেশাদারদের জন্য একটি প্রতিষ্ঠান হিসাবে শুরু থেকেই স্টুডেন্ট কমিউনিটি এবং লোকাল ব্যবসা-প্রতিষ্ঠানগুলোর সামনে ওয়েব এর ব্যবহার এর সফলতা সম্পর্কে অবহিত করতে আগ্রহী।

জিবিজি সোনারগাঁও, গুগল দ্বারা পরিচালিত একটি বিশ্বব্যাপী উদ্যোগ যারা আরো বেশি বেশি ট্রেনিং সেশন, ওয়ার্কশপ ও অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তরূন্দের মাঝে ইন্টারপ্রেনারশীপ এবং লিডারশীপ চড়িয়ে দেবার জন্য কাজ করে যাচ্ছে।

top wedding photographerin bangladesh

Leave a Comment