অমর একুশে বইমেলা ২০২৩ সুপারমডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুলের প্রথম বই ‘কৈশোর থেকে যৌবনের গল্প’ প্রকাশ হয়েছে। বইটি প্রকাশ করেছে ‘অধ্যয়ন প্রকাশনী’। পিয়া জান্নাতুল বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি বইমেলায় আমার প্রথম বই এসেছে, যাকে আমি আদর করে বলি ‘কৈশোর থেকে যৌবনের গল্প’। গত ১৫ বছরে আমি যেসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, সেসব ঘটনা বইটিতে তুলে ধরেছি।
