ফ্রান্সে সন্ত্রাসী হামলা, নিহত ৮০, আহত শতাধিক

চারদিকে আতশবাজীর রঙ বেরঙের আলোকছটা। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল বাস্তিল দিবসের উৎসবে। নির্মম সন্ত্রাসী হামলায় মুহুর্তে এ উৎসব শোকের উৎসবে পরিণত হয়ে ওঠে। এক সন্ত্রাসী একটি বড় ও ভারী ট্রাক নিয়ে প্রচণ্ড গতিতে সমবেত মানুষের উপরে উঠিয়ে দেয় এবং প্রায় দু কিলোমিটার চালিয়ে যান। পরে তাকে গুলি করে হত্যা করা হয়। এতে মৃত্যুর কোলে ঢলে পড়ে আশিজন মানুষ। যাদের অধিকাংশই ফরাসী। আহত হয়েছেন শতাধিক। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আরও চারজন।

France Flag

কর্তৃপক্ষ একে সন্ত্রাসী হামলা হিসাবে আখ্যায়িত করেছে। বিবিসি জানিয়েছে, ট্রাকের ভেতরে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড পাওয়া গেছে। ৩১ বছর বয়সী এ ট্রাকচালক তিউনিসিয়ার বংশোদ্ভূত ফরাসি নাগরিক।

ভয়াবহ এ হামলার পরে ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন ফরাসী প্রধানমন্ত্রী ওলাঁদ। এছাড়া নিস শহরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

top wedding photographerin bangladesh

Leave a Comment