দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন অভিনেত্রি প্রিয়াঙ্কা জামান

দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন অভিনেত্রি প্রিয়াঙ্কা জামান

করোনা ভাইরাসের ভয়ঙ্কর থাবায় থমকে গেছে পৃথবী। মানুষ আজ গৃহবন্দি। থেমে গেছে সব কাজ। আর এর ফলেই সবচেয়ে বেশি বিপদে পড়েছে গরীব মানুষগুলো। তাদের ঘরে নেই খাবার। আর এরকম সময়ে তাদের পাশে দাড়িয়েছেন অভিনেত্রি প্রিয়াঙ্কা জামান। প্রতিদিন তিনি বিতরণ করছেন খাবার, সাবান ও মাস্ক। প্রতিদিন তিনি ১০০০ জন মানুষের মাঝে বিতিরণ করছেন খাবার এবং মাস্ক।

প্রেস বাংলাদেশকে তিনি জানান, এ সময়ে তাদের যেমন দরকার খাবার, তেমনি দরকার মাস্ক ও সাবান। আর তাই তার এ উদ্যোগ।

এছাড়াও তিনি প্রতিদিন ফেসবুক লাইভে এসে মানুষকে সচেতন করবার জন্য বিভিন্ন ধরণের নির্দেশনা দিচ্ছেন এবং তাদের ঘরে থেকে নিরাপদে থাকবার জন্য অনূরোধ করছেন। এখন যেহেতু লাইট ক্যামেরা আর একশন এর ব্যস্ততা নেই, তাই তিনি সময়টাকে কাজে লাগাতে চান মানুষের জন্য।

আরও পড়ুন

করোনা প্রতিরোধে দশ হাজার মাস্ক বিতরণ করছে ওয়েডীং গ্যালারি
অসহায় মানুষদের জন্য ত্রাণ এর গাড়ি নিয়ে ছুটছে পিৎজা গাই

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment