ফেসবুকে ছড়ানো হচ্ছে ধর্মীয় উস্কানী

ফেসবুকে হিন্দু ধর্মের ভুয়া আইডি তৈরি করে ইসলাম ধর্মকে অবমাননা করে ধর্মীয় উস্কানীমূলক পোস্ট ছড়িয়ে দেয়া হচ্ছে। “Bangladeshi Teenagers” নামের একটি গ্রুপে এরকম প্রচুর পোস্ট দেয়া হচ্ছে। এ ছাড়া ছবি এডিট করে ভুয়া ছবিও তৈরি করা হচ্ছে। তবে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবে না, এসকল ছবি মিথ্যা।

আশঙ্কা করা হচ্ছে এসকল পোস্টের কারণে যে কোন মুহুর্তে দাঙ্গা লেগে যেতে পারে। পোস্টগুলোতে প্রচুর হিংসামূলক মন্তব্যও দেখা যাচ্ছে। অধিকাংশ পোস্টই করা হচ্ছে বাংলা ভাষায়।

ধর্মের প্রতি অন্ধ ভালবাসা থেকে কিছু কিছু মানুষ আবার হিন্দু ধর্ম অবমাননা করে পোস্টও দিচ্ছে। অনেকে আবার ছবিও এডিট করে প্রকাশ করছে।

মুফতি আল হাসান জানিয়েছেন, এসকল জিনিসের প্রতি খেয়াল না করাই ভাল। বরং আমাদের কর্তব্য, তাদের হিদায়াতের জন্য দুয়া করা। আর আল্লাহ ক্ষমাশীল।

গ্রুপটির এডমিন Nhung Nguyễn Hồng এবং Thuy Le Thi। এডমিনদের প্রোফাইলের সবকিছুই থাই ভাষায় লেখা এবং ভুয়া ছবি ব্যবহার করা হয়েছে।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment