ক্ষুদার্ত মানুষদের জন্য ফুড ব্যাঙ্ক

সাজানো গোছান একটি রেস্টুরেন্ট থেকে আপনি বের হলেন বেশ আয়েশ করে ভুরিভোজ করে। হয়ত সেখানে ছিল মোম বাতির রোমান্টিক আলো অথবা লাল-নীল-সবুজ বাতির ভিন্ন একটি আবহ। থরে থরে সাজানো রয়েছে দেশ বিদেশের নানা খাবার। কিন্তু বের হতেই দেখবেন একদল ক্ষুদার্ত শিশু আপনার দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বুকের হাড়গুলো গোণা যাচ্ছে। কেওবা আবার ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে নিচ্ছে। হয়ত আরও একটি অভুক্ত দিনের অপেক্ষায়। আমাদের কজনইবা ভাবে এই অসহায় বাচ্চাগুলোর কথা? আমরা কজনইবা তুলে দিতে যাই ওদের মুখে এক মুঠো খাবার? অন্যদিকে বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টে প্রায় প্রতিদিনই অনেক…

Read More