বাধ ভাঙ্গা হাসি নিয়ে ডি নকার্স

পত্রিকার পাতা উল্টালেই, চারদিকে শুধু কান্না, দুঃখ আর কষ্ট। কিন্তু এভাবে আর কতকাল? সবাই কি শুধু মানুষকে দুঃখ দেবে? কেও কি নেই, যে মানুষের মুখে একটু হাসি ফোটাবে? একটু হাসির কথা বলবে অথবা সুন্দর একটু হাস্যকর অভিনয় করবে। অল্প কজন আছেন। সেই চার্লি চ্যাপ্লিন, মিঃ বিন। তারা ছিলেন, তারা অমর। আজও আমরা তাদের কাজ দেখে প্রাণ খুলে হাসি। তাদের দেখানো সে পথে আজ হাঁটছে কিছু তরুণ, যারা চেষ্টা করছেন, কিছু একটা করতে, যাতে এই মানুষগুলোকে একটু হাসানো যায়। এরকমই কজন তরুণ আনিস, ঈশতি, জুনায়েদ, অনু ও রেজওয়ান। তারা পাঁচ জন…

Read More