UODA উইক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সি এস ই ডিপার্টমেন্ট

প্রতিবছরের ন্যায় এবারও ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ (UODA) আয়োজন করেছিল UODA উইক। যেখানে আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধরণের প্রতিযোগিতা। তবে সবচেয়ে মূল আকর্ষণীয় প্রতিযোগিতা হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা। আর এ বছরের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ। আইন বিভাগকে সেমি-ফাইনালে হারিয়ে ফাইনালে ওঠে তারা এবং সেখানে তারা লড়াই করে ইংরেজী সাহিত্য বিভাগ এর সাথে।

বিতর্ক এর বিষয় ছিল, “সুন্দরবন ধ্বংসের ক্ষেত্রে রামপাল বিদ্যুৎ প্রকল্প অবশ্যই ক্ষতিকর”

মেদাল
বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডঃ এমাজউদ্দীন এর নিকট থেকে পদক নিচ্ছেন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ এর দলনেতা ইনজামাম আশিক

সেরা বক্তা এর পুরষ্কার অর্জন করেন, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ এর দলনেতা ইনজামাম আশিক। তার বক্তব্য ছিল যেমন আক্রমণাত্তক তেমনি কৌতুকপুর্ণ। দলের বাকি সদস্য ছিলেন তামান্না তিথি এবং শুভ্র বাসেত। প্রাণবন্ত বক্তব্য উপস্থাপন করেন তামান্না তিথি এবং তথ্যবহুল বক্তব্য প্রদান করেন শুভ্র বাসেত।

আজ বিকাল ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয় এর মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডঃ এমাজউদ্দীন বিজয়ী দলের গলায় পদক পড়িয়ে দেন।

Related posts

Leave a Comment