মকবুল আহমাদকে নির্বচিত করা হয়েছে বাংলাদেশ জামায়াত ই ইসলাম এর নতুন আমীর হিসাবে। তিনি দলটির তৃতীয় আমীর হলেন। তাকে শপথ বাক্য পাঠ করান, দলের প্রধান নির্বাচন কমিশনার এটিএম মাসুম। এর পরে জামায়াতের প্রচার বিভাগের স্টাফ এম আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নায়েবে আমীর মকবুল আহমাদের লিখিত ভাষণ গণমাধ্যমে পাঠানো হয়। এখানে তিনি বলেন,
“১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যে সব সাধারণ মানুষ ও বীর মুক্তিযুদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকা ও অকৃত্রিম ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের কথা আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
বিশেষভাবে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি উসমানীসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতাদের আমি সশ্রদ্ধ স্মরণ করছি।”
	
                                        



