দিনাজপুর এর হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞ্যান ও প্রযুক্তি বিসববিদ্যালয়ে MS এ ভর্তি হতে গেলে, স্নাতক পর্যায়ে ঐ বিষয়ে কমপক্ষে ১৫০ নম্বর এর কোর্স করা থাকতে হবে, যা বিশ্ববিদ্যালয়ের ACT এ উল্লেখ আছে এবং এ নিয়মটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুরূপ।
ঢাকার IUBAT থেকে ২০১৬ সালে পাশ করেন ফাদাহুল হক ও সাব্বির হোসাইন। তারা অধ্যাপক টি এম টি ইকবাল অধীনে MS এ ভর্তির আবেদন করেন। ঐ সময়ে অধ্যাপক টি এম টি ইকবাল তিনদিনের ছুটি নিয়েছিলেন। তার এ ছুটির সুযোগ নিয়ে উদ্যানতত্ত্ব বিভাগের অন্য তিনজন সম্মানিত শিক্ষক সভা করে তাদের ভর্তি বাতিল এর সিদ্ধান্ত প্রদান করেন, কেন না, তারা উদ্যানতত্ত্ব বিষয়ক ১৮ ক্রেডিট কোর্স করে নি।
কিন্তু এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের MS এর Ordinance অনুসারে অবৈধ। এমনকি তাদের এ সিদ্ধান্তের কারণে হাবিপ্রবির Agri Business অনুষদের ছাত্র-ছাত্রিও MS করতে পারবে না, কেন না তারা উদ্যানতত্ত্ব বিষয়ক কোর্স করে ১৬ ক্রেডিট। অধ্যাপক টি এম টি ইকবাল জানিয়েছেন, এ সিদ্ধান্ত মানবাধিকার পরিপন্থি। মৌখিকভাবে ডীন মহোদয়কে একাধিকবার বিষয়টি জানানো হয়েছে।
Academic Council এর ৪২ তম সভায় বিষয়টি উপস্থাপন করলে ভিসি মহোদয় অধ্যাপক ইকবাল এর সাথে সম্মতি প্রদান করেন।