মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ৬৭ তম আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিতে হলে, প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে হবে।
ওয়েব সাইটঃ www.missworldbangladesh.com
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নিবন্ধন করার শর্তাবলীঃ
- অবিবাহিত হতে হবে
- কখনও কোন সন্তান্ত জন্ম দেয়া হয় নি
- বয়স সীমাঃ ১৮ বছর থেকে ২৭ বছর
- বাংলাদেশী নাগরিক হতে হবে
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নিবন্ধন করার ছবি
তিনটি ছবি জমা দিতে হবে। অবশ্যই ছবি হতে হবে প্রফেশনাল ফটোগ্রাফারদের দ্বারা তোলা।
Wedding Gallery জানিয়েছে তারা মাত্র ১৫০০ টাকায় প্রফেশনাল ফটোগ্রাফার দ্বারা এ তিনটি প্রফেশনাল স্টুডিও “কালার ব্লাইন্ড” স্টুডিওতে তুলে দেবে। এ ছাড়া তারা এ তিনটি ছবি 5R সাইজ করে প্রিন্টও করে দেবে।
প্রফেশনাল স্টুডিও এর ঠিকানা
Parijat
House No: 11 (Ground Floor)
Road No: 19
Mohammadpur Housing Society
Dhaka – 1209
Phone: +8801714332553
www.jbigallery.com