ঘরে সালাত আদায়ের অনুরোধ তাবলীগ জামাতের নেতৃবৃন্দের

বিশ্ব ইজতেমা
বিশ্ব ইজতেমা

পুরো বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। চিকিৎসাবিদদের মতে এ ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে। তারা জানিয়েছেন, যে কোন জনসমাগম অত্যন্ত ঝুকিপূর্ণ। এজন্য পৃথিবীর অনেক দেশ পুরোপুরি লকডাউন করে দিয়েছে যাতে এ ভাইরাসটি ছড়িয়ে না পরে। পবিত্র কাবা ঘরে জামাতে সালাত বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে উমরাহ হজ্জ। তাবলীগ জামাতের আমীর মাওলানা সাদ তিনিও অনুরোধ করেছেন, বাসায় সালাত আদায় করবার জন্য এবং এ মুহুর্তে তাবলীগ এর কার্যক্রম বন্ধ রাখার জন্য। তিনি বলেন, তাবলীগ জামাতের কাজের উদ্দেশ্যই হচ্ছে মানুষের কল্যাণ।

তিনি বলেন, এ মুহুর্তে আমাদের প্রয়োজন নিজ নিজ ঘরে অবস্থান করা এবং মহান আল্লাহ তায়ালার কাছে বেশি করে দোয়া করা। কেন না তার সাহায্য ছাড়া পৃথিবীর কোন বিপদ থেকেই রক্ষা পাওয়া যম্ভব না। তিনি এ সময়ে মহানবী সঃ এর বেশ কিছু আমল উল্ল্যেখ করেন মহামারী বিষয়ক।

তিনি বলেন, যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করবে, মহান আল্লাহ তাকে শহীদ এর মর্যাদা দান করেন। কিন্তু কেও যদি ইচ্ছাকৃতভাবে মহামারী এলাকায় গিয়ে অসুস্থ হয়ে যায়, তখন বরং তার নিজেকে ক্ষতি করার গুনাহ হবে।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment