পবিত্র ইসলাম ধর্ম এর স্তম্ভসমূহ

ইসলাম ধর্মের পাঁচটি মূল বিষয় রয়েছে যেগুলো এর ভিত্তি বা স্তম্ভ নামে পরিচিত।

  1. কালিমা
  2. নামাজ
  3. রোজা
  4. হজ্জ্ব
  5. যাকাত

কালিমা

لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ
আল্লাহ তায়ালা ছাড়া অন্য কোনো উপাস্য নাই এবং হযরত মুহাম্মাদ (সাঃ) তার প্রেরিত রাসূল।

একজন মুসলমান কর্তব্য হচ্ছে এ বাক্য মনে প্রাণে বিশ্বাস করা এবং সে অনুযায়ী আমল করা। বিনা দ্বিধায় মহান আল্লাহ ও তার রাসূলের প্রতি আস্থার নামি ঈমান। অর্থাৎ আল্লাহ তায়ালা যা যা আদেশ করেছেন, তা অনুগতভাবে মেনে চলা এবং যা যা নিষেধ করেছেন, তা থেকে কঠোরভাবে বিরত থাকা।

ঈমান এর ৭০ টি শাখা।

ইমানে মুজমাল
আমানতু বিল্লাহি, কামা হুওয়া বিআছমায়ি হি, ওয়া ছিফাতি হি, ওয়া কাবিলতু জামিআ আহকামি হি, ওয়া আরকানি হি।
আমি ইমান আনলাম সর্বসুন্দর নামধারী ও সর্ববিদ গুণের অধিকারী আল্লাহ তাআলার প্রতি এবং মেনে নিলাম তাঁর সকল আদেশ ও বিধানাবলি।

ঈমানে মুফাসসাল
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রাসূলিহী ওয়াল্ ইয়াওমিল্ আখিরি ওয়াল্ কাদ্রি খাইরিহী ওয়া শার্ রিহী মিনাল্লাহি তা’আলা ওয়াল বা’সি বা’দাল মাওত।
“আমি বিশ্বাস স্তাপন করলাম আল্লাহ্ তা’য়ালার উপর, তার ফেরেশতার উপর, তার কিতাবসমূহের উপর, তার রাসূলগনের উপর এবং শেষ দিবসের উপর। তাকদীরের ভাল -মন্দ যা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে [এই বিশ্বাসের উপর ] এবং মৃত্যুর পর পুরুত্থানের উপর।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment