পৃথিবীতে ব্যস্ত সবাই
নিজেকে নিয়ে দিচ্ছে দৌড়,
সামনে মাথায় হাত বুলিয়ে
পেছন থেকে শূন্য করে,
গরিবের খাবার সব মেরে
আঙুল ফুলছে দিনে দিনে,
মজুদারের এত অভাব চাহিদা সংকট তাদের স্বভাব,
মিথ্যাবাদী মিথ্যা বলে
সত্যের মতো মিথ্যা সাজিয়ে,
এপাশ ওপাশ দেয় না সাড়া
ঘুষ দিলে জাগায় পাড়া,
ওরা নাকি বড় ন্যাতা
এলাকার সব বখাটেরা,
বড়দের সম্মান করা
সেটা ওদের নেইকো জানা,
কারও ভালো চক্ষুশূল
নিক্ষেপ ওদের আস্তাকুঁড়,
ঘরের বউ চাঁদের আলো
বাবা মা দূরের কালো
– মৌসুমি আক্তার