ভালো লাগা গুলো বুঝি কই
জীবনের তৃষ্ণা মিটাই কই,
শখ গুলো সব ভেস্তে যাচ্ছে
অযত্নে আর অবহেলায়।
একটাই জীবন এটা মনে রাখি কই
চাওয়া গুলো কি পাওয়া হবে।
কেউ তো করবে না পূর্ণ কিছুই।
আমি থেকে আমরা যদি হতাম
ভাবতে পারতাম অনেক কিছুই।।
আমরা হয়েও তো আলাদা রই
ভালোবাসতে ভূলে যাই নিজেরাই।
আমরা তো ভুলে যাই ,
ভালোবাসায় স্পর্শে উন্মাদ হতে
তাই হয়তো, জীবনও ভূলে যায় আমাদের পূর্ণ করতে।
সব ভুলে আবার কি এক হই,
আবার ভালোবাসতে হারাই
আবার চোখে চোখ হাতে হাত রেখে
উন্মুখ হই প্রিয় মানুষের হৃদয়ে।
স্পর্শ করি নিয়ম ভুলে স্বেচ্চাচারীতায়।
আসুন, আর একবার নিজেদের জীবনে ডুবে যাই আমরা।।
– রুমা খান বুড়ী