রাত জানে কি কাল দিনে
কার ভাগ্যে কি লেখা আছে?
কেন এতো ছলনার গল্প বুনা
তবে এই চারপাশে?
কেন শিশির আর জোনাকির মিলনে
এতো এতো বাঁধা?
একটি রাতের বাঁধা? নাকি এক সহস্র জনমের বাঁধা?
কেন এই ছেড়ে চলে যাওয়া যা-ই!
কেন ছেড়ে যাবার বাহানা খোঁজা?
কেন ছেড়ে গেলে কাটানো স্বর্গীয় মুহূর্তগুলো?
জানো তো একটি সম্পর্কের মৃত্যু মানেই একটি জীবন ও স্বপ্নের অপমৃত্যু!
ঠিক যেমন ডাক্তারের “সরি” বলে দেওয়া অর্থ
আর! আর কিছুই করার নেই!
থেমে গিয়েছে জীবনের প্রদীপ!
কিন্তু, জোনাকি বাঁচতে চেয়েছিল শিশিরের বুকে মাথা রেখে!
জোনাকি বেঁচে থাকবে অনেকগুলো দিন
তবে শিশিরকে বিনাই!
এই বেঁচে থাকাটা কি আসলেই বেঁচে থাকা?
বলোতো কাব্য?
প্রশ্নের তীর রইলো তোমার বিবেক এর দিকে!
জোনাকির শুধু একটাই আকূল চাওয়া,
ফিরে এসো শিশির, ফিরে এসো!