বিশ্বব্যাপী প্রভাবশালী ২০ জন স্ট্রিট ফটোগ্রাফারদের একটি তালিকা প্রকাশ করেছে streethunters.net আর এ তলিকা তৈরি করা হয়েছে পাঠকদের ভোটে। আর এতে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশের ফটোগ্রাফার জি এম বি আকাশ। তিনি পেয়েছেন ১৬.২৯% (৩৩১৭) মনোনয়ন পেয়েছিলেন ১১৫ জন ফটোগ্রাফার। ২০ নম্বরে থাকা ভ্যালেরি জার্ডিন পেয়েছেন ১.৩৯% (২৮২) টি ভোট। বাংলাদেশ থেকে জি এম বি আকাশ ছাড়াও আরও ছিলেন ইমাম হাসান। তিনি পেয়েছেন ১.০৮% (২১৯) ভোট।
প্রথিতযশা এ ফটোগ্রাফার এখন পর্যন্ত অর্জন করেছেন শতাধিক আন্তর্জাতিক পুরষ্কার। প্রকাশিত হয়েছে তার ছবি প্রায় সকল আন্তর্জাতিক মিডিয়াতে। বাংলাদেশ, গ্রীস, জার্মানী, বেলজিয়াম, আমেরিকা, ইটালি, সুইজারল্যান্ড, দক্ষিন আফ্রিকা ও লাওসে তিনি আয়োজন করেছেন তার একক প্রদর্শনী।
প্রভাবশালী ২০ জন স্ট্রিট ফটোগ্রাফারদের একটি তালিকা (ক্রমানুসারে)
জি এম বি আকাশ
রুই পালহা
ভিনীত ভোহরা
আলেক্স ওয়েব
জন লুভেলী
এরিক কিম
আঞ্জেলো ফেরিলো
সাইমন রাসো
তাস্তুও সুজুকি
ট্রেন্ট পার্ক
পাও বুস্কাত
ব্রুশ গিল্ডেন
এলিওট ইরউইট
ম্যাট স্টুয়ার্ট
ডেভিড আলান হার্ভে
রবার্ট ফ্র্যাঙ্ক
মার্টিন পার
আন্দ্রে স্কিরে
আদ্রিয়ানো ক্যাসকিও
ভ্যালেরি জার্ডিন