নিউজিল্যান্ডের জনৈক ক্রিকেটারকে তার পিতার চিঠি

আই সি সি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ এর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর খেলার পরে নিউজিল্যান্ড থেকে এক বাবা তার সন্তানকে পাঠিয়েছিল একটি চিটি। এ চিঠিটি পাঠকদের জন্য তুলে ধরেছেন ইশতিয়াক আহমেদ-

প্রিয় পুত্র,
কেমন আছো? খেলা দেখে যা বুঝলাম, ভালো নেই।
এতো কষ্ট করে একটা ডেইরি ফার্ম দিলাম। বললাম, এটার হাল ধরো। তুমি আমার কথা শুনলে না। তুমি শুনলে, এলাকার বড়ভাইদের কথা। হাল ধরলে ব্যাটের। মনে করেছিলে, অনেক কিছু করে ফেলবে। হলো তো? আমরা গরু পালি। রাখাল সম্প্রদায়। রাখালদের কখনও বাঘের কাছে যেতে নাই। ছোটবেলায় পড়িয়েছি। তুমি সেই ফাঁদে পা দিলে। এখন বাঘ খেয়ে দিলো তো?

লজ্জায় বাইরে যেতে পারছিনা। মুখ দেখাতে পারছিনা। কোনও ভিডিও কল রিসিভ করতে পারছিনা। তুমি খেলতে গেলে। গো হারা হারলে। অথচ বারান্দা থেকে দেখলাম, পাশের বাসার তোমার বয়সী জ্যাকসন দশ লিটার দুধ নিয়ে বাজারে গেলো বিক্রি করতে। আর কত বাঘের লেজ দিয়ে কান চুলকাবা বাবা?

দেশে আসো। কটনবাড কিনে রাখলাম।

তোমার পিতা
মিঃ এক্স

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment