আরিয়ান রাজ

আরিয়ান রাজ পড়াশোনা করছেন বিজিএমইএ ইউনিভার্সিটিতে এ.এম.টি। পাশাপাশি তিনি শখের বসে করেন ফটোগ্রাফি। আর এ ফটোগ্রাফি তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা। মনিপুর স্কুল এবং রাজউক কলেজ এ প্রদর্শিত হয়েছিলো তার ছবি। এ তরুণ আলোকচিত্রির সাথে কথা বলেছেন প্রেস বাংলাদেশ এর প্রতিবেদক যুবাইর বিন ইকবাল। নির্বাচিত অংশ পাঠকদের জন্য-

Aariyan Raj
আরিয়ান রাজ

প্রশ্নঃ ফটোগ্রাফি শুরু করার পেছনের কারণ?
আরিয়ান রাজ: ভালো লাগা বলা যেতে পারে। শখ থেকে আশা পরে দেখলাম পকেট চলে যাই আর আগানো।

প্রশ্নঃ ফটোগ্রাফি নিয়ে কি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন?
আরিয়ান রাজ: না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়া হয়নি কখনো কিন্তু মেহেদি আকাশ আর তপন আমাকে অনেক সহযোগিতা করেছেন।

প্রশ্নঃ আপনার বর্তমান কর্মব্যস্ততা
আরিয়ান রাজ: টুকটাক ছবি তোলা হচ্ছে, বিবাহের ফটোগ্রাফি বেশী করা হচ্ছে এখন।

প্রশ্নঃ ফটোগ্রাফি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
আরিয়ান রাজ: ভালো ছবি তোলা।

প্রশ্নঃ নিজেকে কোথায় দেখতে চান?
আরিয়ান রাজ: একজন ভালো ফটোগ্রাফার।

প্রশ্নঃ কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখিন হয়েছেন?
আরিয়ান রাজ: মানুষের কথা

প্রশ্নঃ শুরুতে ক্যামেরা কি ছিল?
আরিয়ান রাজ: প্রথমে বন্ধুর ক্যামেরা দিয়ে ছবি তোলা শুরু করেছিলাম।

প্রশ্নঃ এ থেকে আয় করেন? করলে কিরকম আয় হচ্ছে?
আরিয়ান রাজ: আয় করা বলতে এখন নিজের পকেট মানি এইখান থেকেই আসে। আর কি রকম বললে বলবো আমি বেশ ভালো আছি।

প্রশ্নঃ কোথায় কোথায় কাজ করেছেন?
আরিয়ান রাজ: স্নাপি, হোম সুইট হোম, যুগান্তর এর কিছু বিশেষ কলামে আর কিছু অনলাইন ফ্যাশান হাউস।

প্রশ্নঃ ক্লায়েন্ট ফিডব্যাক কেমন?
আরিয়ান রাজ: এখন অব্দি ভালো।

প্রশ্নঃ কাকে আদর্শ মনে করেন?
আরিয়ান রাজ: মেহেদি আকাশ।

প্রশ্নঃ পছন্দের বিষয় কি এবং কেন?
আরিয়ান রাজ: যদিও আমি ফ্যাশান ফটোগ্রাফি করি কিন্তু আমার পছন্দের বিষয় স্ট্রিট কারণ মানুষের সম্পর্কে অনেক কিছু জানা যায় এবং সামনে থেকে তাদের উপলব্ধি করা যায়। এটা একটা অন্যরকম ভাল লাগা।

প্রশ্নঃ নিজের দুর্বলতা এবং কেন একে দুর্বলতা মনে করেন?
আরিয়ান রাজ: কারোর কিছু খারাপ লাগলে বলতে পারি না যার জন্য পরে সমস্যায় পড়তে হয়।

প্রশ্নঃ অবসরে কি করেন সাধারণত?
আরিয়ান রাজ: বই পড়ি

প্রশ্নঃ কোথায় ঘুরতে পছন্দ করেন এবং সাথে কাকে নিতে পছন্দ করেন?
আরিয়ান রাজ: নদীর তীরে বন্ধুদের নিয়ে।

প্রশ্নঃ অপছন্দের বিষয় কি?
আরিয়ান রাজ: আপাতত তেমন কিছু নেই যা আমার পছন্দ না তবে ক্লায়েন্ট এর দর কষাকষি আমার ভালো লাগেনা।

প্রশ্নঃ কি দেখে সবচেয়ে বেশি ভয় পান এবং কেন ভয় পান?
আরিয়ান রাজ: বড় কেউ আমার ছবি পছন্দ করলে কারণ তখন মাথার রাখা লাগে সামনে আরো ভালো কিছু আনতে হবে।

পশ্নঃ এমন একটি কথা, যা কেও জানে না এখন পর্যন্ত।
আরিয়ান রাজ: তেমন কিছু নেই আমার সব কথা আমার বন্ধুরা জানে।

পশ্নঃ কোন লুকানো কষ্ট?
আরিয়ান রাজ: আমি সুখি মানুষ।

পশ্নঃ জীবনের সবচেয়ে আনন্দ ও কষ্টের মুহুর্ত কি কি ছিল?
আরিয়ান রাজ: আনন্দের হচ্ছে বাবাকে একবার খুশী করতে পারা আর মায়ের মুখের হাসি আর কষ্ট হচ্ছে নানার মৃত্যু সংবাদ।

প্রশ্নঃ প্রথম প্রেম কার সাথে?
আরিয়ান রাজ: মনে করতে পারছি না।

প্রশ্নঃ প্রথম ক্রাশ কে ছিল?
আরিয়ান রাজ: প্রসূন আজাদ। তার থুতনির তিল আর হাসি, এগুলো দেখলে নিজেকে আর স্থির রাখতে পারি না।

প্রশ্নঃ কোন তারকার সাথে ডেটিঙে যেতে চান এবং কেন?
আরিয়ান রাজ: পিয়া বিপাশা তাকে খুব বেশী ভালো লাগে আমার।

Fashion Photography
আরিয়ান রাজ এর ক্যামেরায় বন্দি মডেল সাদিয়া আফরোজ
top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment