বিজ্ঞাপনে আসছেন আমব্রিন

ফিনিস কোম্পানির ফিনপিক টয়লেট ক্লিনার এর নতুন বিজ্ঞাপনে আসছেন জনপ্রিয় অভিনেত্রি ও মডেল আমব্রিন। চলতি মাসের ১৫ ও ১৬ তারিখে এর শুটিং হবে রাজধানীর উত্তরা ও পিঙ্ক সিটিতে। কাজটির সাথে নিজেকে যুক্ত করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। বিজ্ঞাপনটির নির্মাতা মিন্টু এর এর সাথে এর আগেও কাজ করেছেন তিনি। এর আগের বিজ্ঞাপনটি ছিল একই প্রতিষ্ঠানের ডিটারজেন্ট পাউডার এর। ঐ বিজ্ঞাপনটি পেয়েছিল জনপ্রিয়তা।

Ambrina Sarjeen Ambrin
আমব্রিন

বর্তমানে তিনি ব্যস্ত দেশ টিভির ‘সিনেমা এক্সপ্রেস’ এর উপস্থাপনায়। এছাড়া আসছেন, রান্না বিষয়ক ধারাবাহিক নিয়ে।

-যুবাইর বিন ইকবাল

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment