শামীম শরীফ সুষম এর একক প্রদর্শনী

শামীম শরীফ সুষম, বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত কর্মকর্তা। শখের বশে করেন ফটোগ্রাফি। যেহেতু তিনি পাখির মতন উড়ে বেড়ান এক দেশ থেকে আর এক দেশে, তাই তিনি দেখতে পান আমাদের এই সুন্দর পৃথিবীকে অনেক উপর থেকে। যা আমরা দেখতে পাই না। এ নিয়ে আমাদের কতই না আক্ষেপ।

Aerial photography
আকাশ থেকে তোলা নৌকার এক অনন্য ছবিটি তুলেছেন শামীম শরীফ সুষম

তবে আমাদের এ আক্ষেপ আর বেশি দিন থাকছে না। কেন না, তিনি বাংলাদেশে আয়োজন করতে যাচ্ছেন তার একক আলোকচিত্র প্রদর্শনী “Blackbird’s eYe : Bangladesh & Beyond” যেখানে থাকছে তার তোলা অসাধারণ কিছু ছবি যা দিয়ে তিনি প্রতিনিয়ত আমাদের হৃদয় জয় করে চলেছেন। । এরিয়েল ফটোগ্রাফি নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কোন একক প্রদর্শনী।সকলের জন্য উন্মুক্ত এ দৃক গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হবে ৫ মে, ২০১৬ তে। শেষ হবে ৭ মে, ২০১৬। তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এ অসাধারণ প্রদর্শনীর জন্য। শামীম শরীফ সুষম সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন এ প্রদর্শনীতে।

তিনি ফটোগ্রাফিতে অর্জন করেছেন বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।

যুবাইর বিন ইকবাল

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment