মোহাম্মদ রকিবুল হাসান এর একক আলোকচিত্র প্রদর্শনী ‘পুষ্টি চিত্র: সমন্বিত অংশগ্রহনেই পরিবর্তন’

d
কলা কেন্দ্রে মোহাম্মদ রকিবুল হাসান এর একক আলোকচিত্র প্রদর্শনী ‘পুষ্টি চিত্র: সমন্বিত অংশগ্রহনেই পরিবর্তন’ – ছবিঃ যুবাইর বিন ইকবাল

বিখ্যাত আলোকচিত্রী মোহাম্মদ রকিবুল হাসান এর একক আলোকচিত্র প্রদর্শনী পুষ্টি চিত্র: সমন্বিত অংশগ্রহনেই পরিবর্তন কলা কেন্দ্রে শুরু হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ‘কনসার্ন‘ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে বাংলাদেশে পুষ্টি পরিচালনা প্রকল্পের প্রভাব, অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবেলা এবং মা’দের পুষ্টির অবস্থার উন্নতির উল্লেখযোগ্য পদ্ধতিগুলোকে এ প্রদর্শনীতে তুলে ধরেছেন বিশ্বনন্দিত এ আলোকচিত্রী।

ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অধ্যাপক মুস্তাফা হাবিব চৌধুরী বলেন, শহরে বসে কখনও অনুভব করা যাবে না, জলবায়ু পরিবর্তনের জন্য প্রান্তিক মানুষদের কষ্ট। কিন্তু আলোকচিত্রের মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্তে বসে তা অনুভব করা যায়, আর মোহাম্মদ রকিবুল হাসানের ছবিগুলো সেই কঠিন বাস্তবতাই তুলে এনেছে।

প্রদর্শনীটি ৬ মার্চ, ২০২৩ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।

e
কলা কেন্দ্রে মোহাম্মদ রকিবুল হাসান এর একক আলোকচিত্র প্রদর্শনী ‘পুষ্টি চিত্র: সমন্বিত অংশগ্রহনেই পরিবর্তন’ – ছবিঃ যুবাইর বিন ইকবাল
top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment