চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন-টু-এর চ্যাম্পিয়ন হলেন চট্টগ্রামের ইভানা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের জমকালো গ্র্যান্ড ফিনালে এ ঘোষণা দেয়া হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মেহের আফরোজ শাওন, মুনমুন আহমেদ ও ফেরদৌস। জমকালো এ গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিদের ব্যক্তিগত ও দলীয় নাচের পাশাপাশি নৃত্য পরিবেশন করেন মৌ, শাওন, ফেরদৌস, মুনমুন এবং গতবছরের সেরা নাচিয়ে প্রতিযোগিতার শীর্ষস্থান অধিকারীরা।
তাছাড়া ঈগলস ড্যান্স কোম্পানি বিখ্যাত কোরিওগ্রাফার তানজিল আলম এর পরিবেশনায় নৃত্য পরিবেশন করে তার দল।
‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ উপস্থাপনা করেন তানিশা।
ছবিঃ যুবাইর বিন ইকবাল