ক্লিনটন ফাউন্ডেশনে ডঃ ইউনুসের ২০ কোটি টাকা অনুদান!

বার্তা অ্যাসেসিয়েট প্রেস জানিয়েছে হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার সঙ্গে যারা ব্যক্তিগত কারণে দেখা করেছেন, তাদের অর্ধেক ব্যক্তি নিজে বা প্রতিষ্ঠানের মাধ্যমে ক্লিনটন ফাউন্ডেশনে বিভিন্ন ধরনের অনুদান প্রদান করেছেন। অ্যাসেসিয়েট প্রেস অনুদান প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে। ১৫৪ জন ব্যক্তির মধ্যে ৮০ জনই তাদের পারিবারিক ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন। তাদের মোট অনুদানের পরিমাণ ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার।

এ তালিকায় রয়েছে নোবেল বিজয়ী অধ্যাপক ডঃ ইউনুস। তিনি মোট ২০ কোটি টাকা অনুদান দিয়েছেন। গ্রামীণ রিসার্চ, যেটির চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন ডঃ ইউনুস, সে প্রতিষ্ঠান থেকেও ৫০ হাজার ডলার অনুদান দেয়া হয়েছে।

ডঃ ইউনুসের ও অনুদানের জন্য ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের অনেকেই। তাদের কথা, গরীব মানুষদের কাছ থেকে উচ্চ হারে সুদ আদায় করে তা বিদেশে অনুদান হিসাবে দেয়া আমাদের মত গরীব দেশের জন্য মানায় না। যেখানে আমাদের দেশের অনেক মানুষ শীতে পায় না কোন শীতবস্ত্র। বন্যায় অজস্র্য মানুষ গৃহহীন হয়ে পরে আছে। টাকার অভাবে মানুষ খেতে পায় না। চিকিৎসা করাতে পারে না।

অবশ্য দেশে ডঃ ইউনুসের বিরুদ্ধে আয়কর ফাকি ও দুর্নীতি এর অভিযোগ আনা হয়েছে।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment