বিশ্বমানের ডিজে হবার পথে মিথিলা মিথি

ডিজে মিথিলা মিথি, আনিন্দ্য সুন্দরী একজন রমণী। তবে শুধু রূপ নয়, নিজেকে চিনিয়েছেন তিনি তার কাজের মাধ্যমে। অসাধারণ একজন ডিজে তিনি। মাতিয়ে তোলেন একটা পার্টি, সৃষ্টি করেন আনন্দ মুখর একটি পরিবেশ। তবে কেবল দেশের আঙ্গিনা নয়, হতে চান একজন বিশ্বমানের ডিজে। বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি ছুটে যেতে চান আর উজ্জ্বল করতে চান দেশের নাম। আর এ জন্য তিনি পরিশ্রম করে যাচ্ছেন দিন-রাত্রি। প্রচন্ড ব্যস্ত তিনি কাজ আর অনুশীলন নিয়ে। ব্যস্ততার মাঝেও কিছুটা সময় তিনি দিয়েছেন প্রেস বাংলাদেশকে। সঙ্গে ছিলেন প্রেস বাংলাদেশ প্রতিবেদক যুবাইর বিন ইকবাল। পড়ন্ত বিকেলে কফি টেবিলে দুজন মেতে উঠেছিলেন এক আনন্দঘন আড্ডায়। আর এখানেই তিনি জানালেন জানা-অজানা অনেক কিছুই। নির্বাচিত কিছু অংশ পাঠকদের জন্য

dj
ডিজে মিথিলা

প্রেস বাংলাদেশঃ পথ চলার শুরুটা কিভাবে? কেন মনে হল, আপনি একজন ডি জে হবেন এবং ডি জে হবার পরে কেন মানুষ আপনাকে গ্রহণ করবে?
মিথিলাঃ যখন ইউটিউবে অন্যান্য দেশের ডি জেদের ভিডিও দেখতাম, তখন খুব ইচ্ছে হত আমিও একদিন ওদের মত ডি জে হব। একটা বিশ্বাস ছিল, যদি ভাল করতে পারি, তাহলে দর্শক অবশ্যই আমাকে গ্রহণ করবে। এরপর থেকেই ধীরে ধীরে শুরু হওয়া। এখন অনেকেই হিংসে করে আমায়। কিন্তু আমি আমার চলার পথে অটুট থাকব।

প্রেস বাংলাদেশঃ ক্যারিয়ারের শুরুতে কাদের সমর্থন পেয়েছিলেন?
মিথিলাঃ ক্যারিয়ারের শুরুতে ডি জে তৌফিক, ডি জে রনো এবং ডি জে রাহাত আমাকে সবদিক থেকে সহযোগিতা করেছিল। তাদের কারণেই আজ আমি এখানে। তাদের কাছে আমি চির কৃতজ্ঞ।

প্রেস বাংলাদেশঃ ডি জে নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি কি?
মিথিলাঃ আন্তর্জাতিক ডি জে হতে চাই।

প্রেস বাংলাদেশঃ এ পেশার চ্যলাঞ্জিং দিকগুলো কি?
মিথিলাঃ শো শেষ করে ফিরে আসাটাই অনেক চ্যালেঞ্জ মনে হয় আমার কাছে। কেন না অধিকাংশ শো শেষ হয় প্রায় মধ্য রাতে।

প্রেস বাংলাদেশঃ নতুন কেও এ পেশায় আসতে চাইলে কিভাবে আসা উচিৎ?
মিথিলাঃ ভাল কোন ডি জে এর কাছ থেকে আগে কাজ শেখা। এর পর শো করা।

প্রেস বাংলাদেশঃ কাকে আদর্শ মনে করেন?
মিথিলাঃ ডিজে জুইসি এবং ডিজে রাহাত

প্রেস বাংলাদেশঃ প্রথম প্রেমের গল্প?
মিথিলাঃ ভুলে গেছি!!! হা হা হা

প্রেস বাংলাদেশঃ কোন তারকার সাথে যেতে চান ডেটিঙে?
মিথিলাঃ সালমান খান। ইচ্ছে ছিল শহীদ কাপুর, কিন্তু এখন এক বাচ্চার বাবা!!!

প্রেস বাংলাদেশঃ বিয়ের পরে পূরোনো প্রেমিকের সাথে হুট করে দেখা হলে, কি বলবেন?
মিথিলাঃ দেখেও না দেখার ভান করব।

প্রেস বাংলাদেশঃ অবসরে কি করেন সাধারণত?
মিথিলাঃ গান শুনি, মাঝে মাঝে বই পড়ি।

প্রেস বাংলাদেশঃ কোথায় ঘুরতে পছন্দ করেন এবং সাথে কাকে নিতে পছন্দ করেন?
মিথিলাঃ প্রথম পছন্দ কক্সবাজার এরপরে সিলেট।

প্রেস বাংলাদেশঃ লটারীতে এক কোটি টাকা পেলে কি করবেন?
মিথিলাঃ বিশ্ব ভ্রমণ

প্রেস বাংলাদেশঃ তেলাপকা নাকি টিকটিকি, কোনটিকে বেশি ভয় পান? নাকি অন্য কিছু?
মিথিলাঃ দুটোকেই বেশ ভয় পাই, তবে সবচেয়ে বেশি ভয় পাই মানুষ। কেননা মানুষ বারবার রঙ বদলায়, এক রঙের আড়ালে থাকে আর এক রঙ।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment