ফটোগ্রাফি ২৪ X ৭ এর ছবি প্রদর্শনী

ফটোগ্রাফি ২৪ X ৭” অক্টোবার মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে দৃক গ্যালেরিতে আয়োজন করতে যাচ্ছে আলোকচিত্র প্রদর্শনী “Exploring the World of Creation: Season II“। প্রায় ৩৫০০ টি ছবি জমা পড়েছিল। এসকল ছবি থেকে বিশ্বনন্দিত আলোকচিত্রি আনোয়ার হোসেন ছবি বাছাই করেন এবং প্রদর্শনীর জন্য ১৬০ ছবি নির্বাচিত করেন। এ প্রদর্শনীতে থাকছে পোরট্রেইট, লাইফস্টাইল, স্ট্রিট, কন্সেপচুয়াল, প্রকৃতি ও ল্যান্ডস্কেপ। এছাড়াও থাকছে ফটো সিরিজ। তাছারা থাকবে সেলফোন দিয়ে তোলা কয়েকটি ছবি।

ফটোগ্রাফি ২৪ X ৭” ফটোগ্রাফি নিয়ে কাজ করছে বেশ কয়েক বছর ধরে। এর প্রতিষ্ঠাতা আলোকচিত্রি তাসনোভা মুমু। এছাড়া এডমিন হিসাবে রয়েছে সিফাত মারিয়া পায়েল, তানভির খান ও আহসানুল রনি। ফেসবুকে তাদের রয়েছে একটি গ্রুপ। এ মুহুর্তে গ্রুপে রয়েছে ২২,০০০ সদস্য।

আলোকচিত্রি আনোয়ার হোসেন তিনি প্রায় ৬০ টি আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন। এছাড়া অসংখ্য চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। লিখেছেন বেশ কয়েকটি বই।

এ প্রদর্শনীতে প্রেস বাংলাদেশ অনলাইন পার্টনার হিসাবে রয়েছে। ম্যাগাজিন পার্টনার হিসাবে থাকছে “The Pages”

ফেসবুক ইভেন্ট লিঙ্কঃ Exploring the World of Creations-Season 2

ফেসবুক গ্রুপ লিঙ্কঃ Photography 24×7

যুবাইর বিন ইকবাল, প্রেস বাংলাদেশ

Bangladeshi Wedding Photographer

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment