ঢাকা বলতেই আমাদের চোখের সামনে যেসব বিষয়গুলো ভেসে আসে – অনেক দালানকোঠা, ট্রাফিক জ্যাম, মানুষ, রিকশা, হইচই আরও বিভিন্ন নেতিবাচক ব্যাপারগুলো। অথচ এসবের বাইরেও ঢাকার একটা আলাদা রূপ আছে, আছে রঙ, সাথে ঢং। ঢাকা শহরে জন্ম হয়ে বেড়ে ওঠা প্রজন্মের কাছে ঢাকার মায়াটা অনেকটাই অন্য রকম।
আলোকচিত্রী মোজতবা নাদিমকে অনুসরণ করলে অনুভব করা যেতে পারে সেই রূপ, সেই রঙ আর সেই ঢং। তিনি তার ক্যামেরায় তুলে ধরেছেন রহস্যময় এ ঢাকা শহরকে তার মনের মাধুরী মিশিয়ে।