
দেশের জনপ্রিয় সঙ্গীত-শিল্পি কাজল বিল্লাহ পাঁচটি এ্যালবাম নিয়ে আসছে তার স্রোতাদের সামনে। পাঁচটি এ্যালবামই ভিন্ন ভিন্ন আঙ্গিকে আনা হচ্ছে। মৌলিক গান, রবীন্দ্র সঙ্গীত ইত্যাদি গানের সংমিশ্রণে আসছে এগুলো। গানগুলো কম্পোজ করেছেন জাহিদ বাশার পঙ্কজ। এগুলর মাঝে প্রায় চল্লিশটি গানের মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে। তার আশা, স্রোতাদের হৃদয় ছুয়ে যাবে গানগুলো।
