করোনা ভাইরাস থমকে দিয়েছে পুরো বিশ্বকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সংক্রমণ রোধ করতে ঘরে অবস্থান করাটাই সবচেয়ে নিরাপদ। আর এ কারণেই অনেক দেশ লকডাউন করে দিয়েছে। সেই লকডাউন চলছে এখন বাংলাদেশেও। কিন্তু আমাদের মন কোনভাবেই টিকছে না। তবুও সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন সবাই ঘরে থাকেন। একই কাজ করছেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী ডি জে মার্জিয়া কবির সনিকা। প্রতিদিনই তিনি ফেসবুক লাইভে এসে পারফর্ম করছেন আর তার অগণিত ভক্তদের অনুরোধ করছেন, ঘরে থাকুন আর তার পারফরম্যান্স উপভোগ করুন। আর লিখেছেন “Let’s party from home and be safe ! #stayhomestaysafe”
লাইভে সনিকা বলেন, ‘আমি এসেছি আপনাদের নাচাতে, এবং নিজেও একটু নাচতে। বাসায় থাকুন, আমার সাথে সুরে সুরে নাচুন।’
এ সময়ে সনিকা আরও বলেন, ‘ভাগ্যিস বাসায় মিউজিক বাজানোর যন্ত্রটি ছিল।”
আর এতে সাড়াও দিচ্ছে অগণিত ভক্ত। লাইভ ভিডিওগুলো দেখেছেন হাজার হাজার দর্শক। দর্শকরা কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের প্রিয় তারকার এ উদ্যোগে।
আরও পড়ুন
করোনা প্রতিরোধে দশ হাজার মাস্ক বিতরণ করছে ওয়েডীং গ্যালারি
দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন অভিনেত্রি প্রিয়াঙ্কা জামান