শততম জয় দিয়ে আফগানদের পার্থক্যটা বুঝিয়ে দিল বাংলাদেশ

বিশ্ব ক্রিকেটের এখন প্রতিষ্ঠিত শক্তি বাংলাদেশ। ভারত, পাকিস্তান, দক্ষিন আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ সহ অনেক দলই সেই শক্তির কাছে মাথা নত করেছে। বাংলাওয়াশের তিক্ত পানীয়ও অনেকে পান করেছে। বাংলাদেশের সাকিব, তামিম, মুস্তাফিজ, আশরাফুলরা ইতিমধ্যেই করে ফেলেছেন বিশ্বজয়।

কিন্তু, বাংলাদেশ যখনই আফগানিস্তানের সাথে খেলতে নামে, তখন কি যেন একটা হয়ে যায়। প্রথম চারটি ম্যাচেই অলআউট হয়েছে বাংলাদেশ। দুবার হেরেছে। চলতি সিরিজের প্রথম ম্যাচটি জিতেছে বাংলাদেশ, তবে তা নিজেদের যোগ্যতায় নয়, ক্যাপ্টেন ম্যাশ বলেছেন, ভাগ্যগুনে জয়টা এসেছে। পরের ম্যাচে লজ্জাজনক পরাজয়। সিরিজ নির্ধারনী তৃতীয় ম্যাচ নিয়ে তাই একটু শঙ্কা জেগেছিল। কিন্তু দিনটি বাংলাদেশের, সেটি বোঝা গেল প্রথম থেকেই। তামিম তুলে নিলেন দুর্দান্ত এক শতক। টার্গেট দেয়া হল ২৮০ রানের। ম্যাশ শুরু করলেন শেজাদকে দিয়ে।

অবশেষে কাঙ্খিত ১৪১ রানের বিশাল জয় নিয়ে বাংলাদেশ তাদের আফগান বধ মিশন সমাপ্ত করল। এবার পালা ইংল্যান্ডের

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment