ভারত থেকে আসা মশা, ফিরিয়ে নিতে দশ সদস্যের টিম

ভারতের আসাম থেকে একটি মশা বাংলাদেশ সীমান্তে ঢুকে পরে। পরে এটি সাতক্ষীরা, মাগুরা ও বরগুনা ঘুরে বর্তমানে এটি দিনাজপুর এর ভোদামাড়া উপজেলার ধনকামড়া গ্রামে মোহর আলীর বাড়িতে অবস্থান করছে। এ মশার কামড়ে এখন পর্যন্ত বারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

ভারত থেকে আসা মশা

এদিকে মশাটিকে ফিরিয়ে আনতে দিল্লি থেকে পাঁচজন ও মানালী থেকে পাঁচজন আগামী শনিবার বাংলাদেশে আসছেন। দশ সদস্যের এ টিমের সেনাপতি শ্রী মহেশ্বর কানপুরী রত্নাকর বিভূষণ বন্দ্যপাধ্যায় জানিয়েছেন, যদি কেও মশাটিকে ধরিয়ে দিতে পারে, তাকে ১২ টাকা টিপস দেয়া হবে। দশ সদস্যের এ টিমের প্রত্যেকে এক টাকা করে দিবে। পরে অতিরিক্ত দুই টাকা নিয়ে কোন্দল লেগে যায়। পরে সেনাপতি টিপসের টাকা কমিয়ে ১০ টাকা ঘোষণা করেন। এদিকে মশাটিকে মারতে দিনাজপুরের রাজবাড়ি থেকে কামান নিয়ে এসেছে হোসেন মিয়াঁ ও কুবের।

মশাটির নাম দেয়া হয়েছে “খুনিবন্ধু”

-যুবাইর বিন ইকবাল / রম্যরচনা / প্রেস বাংলাদেশ

Bangladeshi Wedding Photographer

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment