গামা রশ্মি’র ব্যবহার

Gamma Ray
গামা রশ্মি

বিখ্যাত পদার্থবিজ্ঞানী পল ভিলার্ড ১৯০০ সালে রেডিয়াম বিকিরণ নিয়ে পরীক্ষা করার সময় গামা রশ্মি আবিষ্কার করেন। বিজ্ঞানী রাদারফোর্ড ভিলার্ডের এই নতুন আবিষ্কৃত বিকিরণের নাম দেন গামা রশ্মি। গামা রশ্মির ভেধন ক্ষমতা অত্যাধিক। একারণে এটি জীবদেহের ভিতরে প্রচুর ক্ষতি সাধন করে (যেমন বিকিরণজনিত অসুস্থতা, ক্যান্সার ইত্যাদি)। চিকিৎসা বিজ্ঞানে নিয়ন্ত্রিত উপায়ে গামা রশ্মি ব্যবহার করা হয়।

  • ক্যান্সার চিকিৎসায় গামা রশ্মি ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়।
  • সিটি স্ক্যান, রেডিও থেরাপি ইত্যাদিতে এ রশ্মি ব্যবহার করা হয়
  • ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে এ রশ্মি ব্যবহার করা হয়।
  • পারমাণবিক বোমা তৈরি করতে এ রশ্মি ব্যবহার করা হয়।

Photo: NASA’s Goddard Space Flight Center (CC)

top wedding photographerin bangladesh

Leave a Comment