জার্মানিতে ট্রেনে কুড়াল নিয়ে হামলা, আহত ৪

Germany Flag

দক্ষিণ জার্মানির একটি শহরে ট্রেনের ভেতরে কুড়াল ও ছুরি নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করেছে এক আফগান কিশোর শরণার্থী। পরে পুলিশের গুলিতে ওই কিশোর নিহত হয়েছে। কেন এ হামলা করা হয়েছে, তদন্ত শেষে পুলিশ তা জানাবে। ওই কিশোর মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। অনেকেই বলেছেন হামলা কারী হামলার সময়ে ‘আল্লাহু আকবার’ বলেছিল কিন্তু জার্মান পুলিশ জানিয়েছে, হামলাকারীরা আদৌ ‘আল্লাহু আকবার’ বলেছিল কিনা, এ ব্যাপারে তারা নিশ্চিত নন। প্রাথমিক তদন্ত শেষে জার্মান পুলিশ জানিয়েছে, এ হামলার সাথে ইসলাম ধর্মের কোন সম্পর্ক নেই। সম্ভবত হতাশা থেকে এ হামলা হয়েছে।

এ হামলায় ২০ জন আহত হয়েছে, তার মাঝে তিনজন গুরুতর আহত হয়েছে। ট্রয়েসলিঙ্গেন শহর থেকে আসা ট্রেনটি ভুর্সবুর্গে পৌঁছানোর পরপরই ওই শরণার্থী ছুরি আর কুড়াল দিয়ে এ হামলা করে।

গত মে মাসে জার্মানির মিউনিখ শহরের একটি রেলস্টেশনে ‘আল্লাহু আকবার’ বলে হামলার খবর পাওয়া গিয়েছিল যে হামলায় একজন নিহত ও তিনজন আহত হন। হামলাকারীকে পরে মনোরোগ হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনার সঙ্গে ইসলামি উগ্রবাদের কোনো যোগ পাওয়া যায়নি বলে তদন্ত শেষে জার্মান কর্তৃপক্ষ জানিয়েছিল।

top wedding photographerin bangladesh

Leave a Comment