অনলাইন ফাইলে শেয়ারিং এর জনপ্রিয় ওয়েবসাইট www.kat.cr বন্ধ করে দেয়া হয়েছে কপিরাইট লঙ্ঘন ও মানি লন্ডারিং এর জন্য। গ্রেফতার করা হয়েছে সাইটটির মালিক আরটেম ভলিনকে। যুক্তরাষ্ট্রের একটি আদালতে বিচার শেষে তাকে জরিমানা করা হয় এক বিলিয়ন ডলার।
ওয়েব সাইটটির বিশ্বব্যাপী র্যাঙ্কিং ছিল ৬৫। প্রতি মাসে ৫০ মিলিয়ন ব্যবহারকারী সাইটটি ব্যবহার করতেন। আর এ থেকেই বোঝা যায়, কতটা জনপ্রিয় ছিল এ ওয়েবসাইটটি।
![top wedding photographerin bangladesh](https://media.giphy.com/media/Kco2iS27UU4U78wKhs/source.gif)