অবৈধ নিয়মের কারণে হাবিপ্রবিতে ভর্তি হতে পারছে না IUBAT শিক্ষার্থি

দিনাজপুর এর হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞ্যান ও প্রযুক্তি বিসববিদ্যালয়ে MS এ ভর্তি হতে গেলে, স্নাতক পর্যায়ে ঐ বিষয়ে কমপক্ষে ১৫০ নম্বর এর কোর্স করা থাকতে হবে, যা বিশ্ববিদ্যালয়ের ACT এ উল্লেখ আছে এবং এ নিয়মটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুরূপ।

ঢাকার IUBAT থেকে ২০১৬ সালে পাশ করেন ফাদাহুল হক ও সাব্বির হোসাইন। তারা অধ্যাপক টি এম টি ইকবাল অধীনে MS এ ভর্তির আবেদন করেন। ঐ সময়ে অধ্যাপক টি এম টি ইকবাল তিনদিনের ছুটি নিয়েছিলেন। তার এ ছুটির সুযোগ নিয়ে উদ্যানতত্ত্ব বিভাগের অন্য তিনজন সম্মানিত শিক্ষক সভা করে তাদের ভর্তি বাতিল এর সিদ্ধান্ত প্রদান করেন, কেন না, তারা উদ্যানতত্ত্ব বিষয়ক ১৮ ক্রেডিট কোর্স করে নি।

কিন্তু এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের MS এর Ordinance অনুসারে অবৈধ। এমনকি তাদের এ সিদ্ধান্তের কারণে হাবিপ্রবির Agri Business অনুষদের ছাত্র-ছাত্রিও MS করতে পারবে না, কেন না তারা উদ্যানতত্ত্ব বিষয়ক কোর্স করে ১৬ ক্রেডিট। অধ্যাপক টি এম টি ইকবাল জানিয়েছেন, এ সিদ্ধান্ত মানবাধিকার পরিপন্থি। মৌখিকভাবে ডীন মহোদয়কে একাধিকবার বিষয়টি জানানো হয়েছে।

Academic Council এর ৪২ তম সভায় বিষয়টি উপস্থাপন করলে ভিসি মহোদয় অধ্যাপক ইকবাল এর সাথে সম্মতি প্রদান করেন।

top wedding photographerin bangladesh

Leave a Comment