জাদুকরের জাদুতে মুগ্ধ শহরবাসী

Jadukor
জাদুকর এর একটি দৃশ্যে প্রিতম ও শাহতাজ

একের পর এক সুপার হিট গান উপহার দিয়ে যাচ্ছেন জনপ্রিয় তরুণ সঙ্গীত শিল্পি প্রিতম হাসানগাংচিল মিউজিক এর ব্যানারে এবারের উপহার জাদুকর। জাদুকর একটি মিউজিক্যাল গল্প। গানটি লিখেছেন রাকব হাসান রাহুল। কন্ঠ ও সুর করেছেন প্রিতম হাসান। ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। গানে মডেল হিসাবে ছিলেন প্রিতম, অনিন্দ্য সুন্দরী শাহতাজ মনিরা হাশেম, আনন্দ খালেদ এবং সুবহা।

আরব্য রজনীর এক জাদুকর তার গানের জাদুতে রাজকন্যার মন জয় করে তাকে বিমোহিত করে। এরপর রাজার আদেশে জাদুকরকে বন্দি করতে যায় রাজার প্রহরী আর এভাবেই এগিয়ে যায় এ গল্পটি। গানটিতে অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন শাহতাজ মনিরা হাশেম ঠিক যেভাবে তার রূপের জাদুতে মুগ্ধ হয়েছিলেন জাদুকর।

জুন এর ২৫ তারিখে ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। লক্ষ লক্ষ মানুষ হুমড়ি খেয়ে পড়ে গানটি দেখতে। প্রথম দিনেই গানটি ৩ লক্ষ মানুষ দেখে। যা প্রিতম এর আগের গান লোকাল বাস এর চেয়েও তিনগুণ।

মিউজিক্যাল গল্পতে রয়েছে অসাধরণ গ্রাফিক্স এবং আলো এর ব্যবহার। আর অসাধারণ একটি সেটতো রয়েছে।

১২ মিনিট ৩০ সেকেন্ড এর মিউজিক্যাল গল্পটি দর্শকরা ধৈর্য্য নিয়ে দেখেছেন আর এ জন্য তিনি তার ভক্তদের নিকট চরম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মেরিল প্রথম আলো পুরষ্কার এর জন্য গানটি মনোনয়ন পেয়েছে সেরা গায়ক হিসেবে।

দর্শক প্রতিক্রিয়া
“টিপিকাল মিউজিক ভিডিও দেখতে দেখতে বিরক্ত ছিলাম। ধন্যবাদ প্রিতমকে নতুন কিছু উপহার দেয়ার জন্য। ভালো লাগলো”
-জুমন

ওহ মাই গড ওহ মাই গড ওহ মাই গড!!!!
এইটা বাংলাদেশের মিউজিক ভিডিও?? সিরিয়াসলি??
অংশু ভাই তো দেখি এই দেশের মিউজিক ভিডিওর নকশা পাল্টায়ে দিতেছেন!! আর প্রীতম হাসানের মিউজিক অভিনয় জাস্ট অসাম!! এই দুইজন মিলে ইদানিং কোন ঈদই খারাপ যেতে দেয় না!
আমাদের প্রিন্স অফ পার্সিয়া আমাদের “জাদুকর”
-তাউসিফ ফেরদৌস

“এই পর্যন্ত ৭ বার দেখলাম,
স্ক্রিপ্ট অনেক ভাল ছিল,দেখে কখনো মনে হয়নি দেশীয় কোন মিউজিক ভিড়িও! এক কথায় অসাধারণ।”
-আনাম রাহাত

মুগ্ধ…!!
এত সুন্দর মিউজিক ভিডিও বাংলাদেশে এই প্রথম, গল্প সুর কোরিওগ্রাফি সব আউটস্ট্যান্ডিং। মনটা খুব খারাপ ছিল কদিন ধরে বাট গানটা দেখে খুব ভাল হয়ে গেল। ভিন্ন কিছু করার চিন্তা থাকলে ভাল কিছু করা যায়। ধন্যাবাদ প্রিতম ও গাঙ্গচিল কে।।
-জিয়াউর রহমান

লিরিকস
তুই ভুল করে একবার
ভালোবেসে যা।
মন নিয়ে আমিতো
করিনা খেলা।

এই বোকার শহরে
আমি একা জাদুকর
এসেছি প্রেম ছড়াতে।

মনে এক রাশি প্রেম
হাতে হারমোনিয়াম,
ভেবো না বাঁশি হাতে
হ্যামিলনে ছিলাম।
এই বোকার শহরে
আমি একা জাদুকর
এসেছি প্রেম ছড়াতে।

যদি আজকেই তুই না দিস
দেখা এই মনের পাড়াতে।
তবে তুই ছাড়া পুরো শহর
আমার হবে।

বুঝতেও পারবিনারে
বশ করবো তুড়িতে,
সবক’টা পথ খোলা রবে
তবু পারবি না যেতে তুই।
পারবিনা যেতে তুই।

আঙুল নেড়ে সুর তুলে
জড়িয়ে ফেলি মায়াতে,
সবকটা পথ খুলে দেবো
তবু পারবেনা যেতে কেউ,
পারবেনা যেতে কেউ।

মোবাইল ফোন টিউন
গ্রামীণফোন: Type WT-space-5812911 and send to 4000
রবি: Type GET-space-5812911 and send to 8466
এয়ারটেল: Type CT-space-5812911 and send to 3123
টেলিটক: Type TT-space-5812911 and send to 5000
বাংলালিঙ্ক: Type down5871085 and send to 2222

top wedding photographerin bangladesh

Leave a Comment