পাসওয়ার্ড এর C প্রোগ্রাম

এমন একটি প্রোগ্রাম লিখ, যা ব্যবহারকারীর কাছ থেকে একটি পাসওয়ার্ড নিবে। সঠিক পাসওয়ার্ড প্রদান করলে দেখাবে Successfully Log In আর যদি ভুল পাসওয়ার্ড প্রদান করে, তাহলে দেখাবে Wrong Password. যদি ৫ বার ভুল পাসওয়ার্ড দেয়, তাহলে Access Denied মেসেজ দেখাবে।

প্রোগ্রামঃ

#include <stdio.h>
#include <stdlib.h>
#include <string.h>
char password[] = "1234";
char temp_password[100];

int input ()
{
    printf ("Password: ");
    gets (temp_password);
	int match = strcmp (password,temp_password);
	return match;
}

int main ()
{
	int count = 0;

	for (;;)
	{
		if (input () == 0)
		{
			printf ("Welcome \nLogged In \n");
			exit(0);
		}

		else
		{
		    if (count < 4)
		    printf ("Wrong Password \n");

			count++;
			if (count == 5)
			{
				printf ("Access Denied");
				exit(0);
			}
		}
	}
}

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment