ভাইবার-ফেসবুক ভয়েস কল বন্ধের সিদ্ধান্ত প্রক্রিয়াধীন

ভাইবার, স্কাইপ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমোসহ বিভিন্ন এপস কিংবা সফটওয়্যার এর ভয়েস কল সুবিধা বন্ধের কোনো নীতিমালা হয়নি এখন পর্যন্ত, তবে এ বিষয়টি নিয়ে সরকার কাজ করছে। রাজধানীর রমনায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। তিনি বলেন, অন্যান্য দেশে তারা এ সকল এপস কিংবা সফটওয়্যার এর মাধ্যমে মেসেজ আদান প্রদান করেন, কিন্তু ভয়েস কল করেন না। আর এ সকল কল এর কারণে বৈধ কল এর উপরে বিরূপ প্রভাব পড়ে। তাছাড়া ইন্টেরনেট ব্যবহার করে এসকল কল করে সন্ত্রাসীরা সহজেই যোগাযোগ করতে পারে এবং এগুলো ট্রেস করা সম্ভব হয় না।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment