বাংলাদেশী ফটোগ্রাফারের সাফল্য

বাংলাদেশ এর তরুণ ফটোগ্রাফার যুবাইর বিন ইকবাল ২০১৫ সালের ডুজ্ঞ্যাল ফটোগ্রাফি প্রতিজোগীতায় রানার্স আপ হয়েছেন। আমেরিকার বিখ্যাত এ প্রতিষ্ঠান প্রতিবছর এ প্রতিজোগীতার আয়োজন করে থাকেন। যুবাইর বিন ইকবাল ছবিটি তুলেছিলেন দিনাজপুর শহরের একটি বাগান থেকে। শীতের রৌদ্রোজ্জ্বল সকালে কুয়াশার চাঁদরে মোড়ানো একটি বাগানে এক হিন্দু সন্ন্যাসী হেটে যাচ্ছিলেন, আর তার উপরে এসে পড়েছে সকালের সূর্য রশ্মি। ছবিটি তুলেছিলেন তিনি ২০১২ সালে। অসাধারণ এ ছবিটি “Vigorous Touch of the Morning” হিসাবে পরিচিত। প্রায় দু শতাধিক আন্তর্জাতিক পত্রিকায় ছবিটি প্রকাশিত হয়।

sunshine
পুরষ্কারপ্রাপ্ত যুবাইর বিন ইকবাল এর ছবি।

এ ছবিটি আরও তিনটি আন্তর্জাতিক পুরষ্কার লাভ করে। জর্জিয়া এর Creation Earth এর “Editor’s Choise” ও আমেরিকায় Hope Photo Contest বিজয়ী হয়। তাছাড়া উইকিপিডিয়া আলোকচিত্র প্রতিযোগিতা ২০১৫ তে দ্বিতীয় স্থান আধিকার করে।

jubair bin iqbal
যুবাইর বিন ইকবাল

২০০৭ সাল থেকে তিনি ফটোগ্রাফি শুরু করেন। ২০১০ সালে তিনি ইউ আই ইউ ফটোগ্রাফি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৩ সালে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে কাজ করেন।

তিনি বর্তমানে কাজ করছেন ওয়েব সফটওয়ার ও আয়ন্ড্রয়েড এপ্লিকেশন নিয়ে।

সূত্রঃ ডুজ্ঞ্যাল

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment