বাংলাদেশ এর ইতিহাস বিষয়ক সাধারণ জ্ঞান
প্রশ্ন: কোন যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অর্ন্তভুক্তি হয়?
উত্তরঃ রাজমহলের যুদ্ধে।
প্রশ্ন: লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজ মন্ডিত স্থাপত্য নিদর্শন কি?
উত্তরঃ পরিবিবির মাজার।
প্রশ্ন: লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরী করেন ?
উত্তরঃ শায়েস্তা খান।
প্রশ্ন: পরিবিবি কে ছিলেন ?
উত্তরঃ নবাব শায়েস্তার খানের কন্যা।
প্রশ্ন: পরিবিবির আমল নাম কি?
উত্তরঃ ইরান দুখত।
প্রশ্ন: পরিবিবির মৃত্যু হয় কোন সালে?
উত্তরঃ ১৬৮৪ সালে।
প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জহিরউদ্দীন মুহাম্মদ বাবর।
প্রশ্ন: শায়েস্তা খান কে ছিলেন?
উত্তরঃ শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে।
প্রশ্ন: শায়েস্তা খানের পূর্ন নাম কি?
উত্তরঃ মির্জা আবু তালেব ওরফে শায়েস্তা খান।
প্রশ্ন: শায়েস্তা খান কোন সালে সুবেদার হয়ে বাংলায় আসেন?
উত্তরঃ ১৬৬৪ সালে।
প্রশ্ন: শায়েস্তা খান কোন সালে দ্বিতীয়বার ঢাকায় আসেন?
উত্তরঃ ১৬৮০ সালে।
প্রশ্ন: শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন?
উত্তরঃ মোট ২৪ বছর।
প্রশ্ন: শায়েস্তা খান ঢাকায় কোথায় থাকতেন?
উত্তরঃ মিডর্ফোড হাসপাতাল প্রাঙ্গনে, বুড়িগঙ্গার তীরে।
প্রশ্ন: কোন সালে সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন ?
উত্তরঃ ১৬১০ সালে।
প্রশ্ন: বাবরের মৃত্যু পর বাংলার মসনদে কে উপবিষ্ট হন ?
উত্তরঃ নাসির উদ্দীন মুহম্মদ হুমায়ুন।