মানবতার জন্য এপস প্রতিযোগিতায় ইউ আই ইউ এর সাফল্য

ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আইইইই) বাংলাদেশ সেকশন আয়োজন করছে মানবতার জন্য মোবাইল বা কম্পিউটার অ্যাপ্লিকেশন তৈরি ও ধারণা জমা দেওয়ার একটি প্রতিযোগিতা। ১২ আগস্ট শুরু হয়েছিল এ প্রতিযোগিতা। ভেন্যু হিসাবে ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিযোগিতা হয়েছিল দুটি ক্যাটেগরিতে। প্রথম ধারনা প্রদান এবং দ্বিতীয় ধারনা বাস্তবায়ন।

৮-৯ সেপ্টেম্বার মাসে চুরান্ত পর্ব অনুষ্ঠিত হবে ভারতের তামিলনাড়ুতে।

IEEE

ইউ আই ইউ এর “Team Tesseract” এতে অংশ নিয়ে অর্জন করে প্রথম রানার্স আপ হবার গৌরব। তারা “ধারনা প্রদান” ক্যাটেগরিতে অংশ নিয়েছিলেন। এ দলের সদস্য ছিলেন, হাসান সনেট, আমিত ঘোষ ও আসিফ মাহবুব।

প্রথম স্থান অধিকার করে বুয়েট এবং তৃতীয় স্থান অধিকার করে চুয়েট

Bangladeshi Wedding Photographer

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment