মনিব

আমার মনিব ফেলেছে জুতা,
হাতে তুলে দেখি নতুনই।
খুলেছে একটু আঠা
যাবে যাবে মাগো,
পাঁচটি টাকা সেলাইয়ে,
পড়ব পাঁচটি বছর
হবে না কিছু তবুও,
আমর পায়ে মানাবে বেশ,
মনিব আমার কালো,
মানিব্যাগটা এখনো কত চকচকে,
মনিবের চোখে এটা ছিল ফ্যাকাসে,
টি-শার্ট কদিন আগের
আমায় দিয়ে দেয়,
এতো এতো বেশি বেশি
রাখব কোথায় ,
দোষের তো আজ দেখিনা কিছু,
যদি হই আমি মনিব,
তাইতো আমি হই মনিবের
দেখে শেখা এক মনিব,
কত খুশি হয় যে তারা,
যাদের দান করি,
পেরেছি হতে এমন মনিব
তাতেই আমি খুশি ।

– মৌসুমি আক্তার

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment