ভালোবাসা তখন হয় ভোগে পরিনত
যখন পরম বিশুদ্ধ মনে ভালোবাসা নিয়েও
প্রেয়সীর তুষ্টিতে, নিজেরে সাজিয়ে নিতে হয়।
প্রেম দেহের মোহে যখন পাগল পাড়া
বলি হয় তখন এক শুদ্ধ হৃদয়।
বিসর্জনে যায় রোজ
কারো ভাবনায় জাগে
যখন তখন বিলাসী অনুভব।
বিশুদ্ধ কোমলপ্রাণ হৃদয়
তখন খুন হয় রোজ।
– রুমা খান বুড়ী